কয়েক জন পুলিশ জোসেফের সঙ্গে সঙ্গে যায়
আপনি যদি একজন যিহোবার সাক্ষি হয়ে থাকেন, তা হলে আপনি কি এইরকম পরিস্থিতির কথা কল্পনা করতে পারেন যে, ঘরে ঘরে সুসমাচার প্রচার করার সময় পুলিশ আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে? ২০১৭ সালে মাইক্রোনেশিয়ায় জোসেফ নামে একজন ভাইয়ের এই অভিজ্ঞতা হয়। তিনি এবং আরও তিন জন সাক্ষি দূরবর্তী দ্বীপগুলোতে প্রচার করার জন্য এক বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন।
দুপুরের দিকে এই চার জন সাক্ষি একটা ছোটো দ্বীপে এসে পৌঁছায়, যেখানে প্রায় ৬০০ জন লোক বাস করে। দ্বীপের সৈকতে সেখানকার মেয়র সাক্ষিদের স্বাগত জানান। এরপর কী ঘটে, জোসেফ তা জানান: “মেয়র আমাদের বলেন, পুলিশের একটা গাড়ি আমাদের সব বাড়িতে নিয়ে যেতে পারে। আমরা খুবই অবাক হয়ে যাই কিন্তু আমরা সম্মানের সঙ্গে বলি যে, সেটার প্রয়োজন হবে না। আমরা সাধারণত যেভাবে করে থাকি, সেভাবেই বাড়ি বাড়ি গিয়ে লোকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।”
প্রকাশকেরা পায়ে হেঁটে বাড়ি বাড়ি যেতে শুরু করে। তারা যত বেশি সম্ভব লোকের সঙ্গে দেখা করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিল। সাক্ষিরা বলে, “সেখানকার লোকেরা খুবই অতিথিপরায়ণ আর তারা আমাদের বার্তা শুনতে আগ্রহী। এইজন্য আমরা যতটা ভেবেছিলাম, সেটার চেয়ে আরও বেশি সময় প্রতিটা বাড়িতে ব্যয় হয়ে যায়।”
কয়েক ঘণ্টা পর জোসেফ দেখেন যে, পুলিশের একটা গাড়ি দু-বার তাদের পাশ দিয়ে যায়। তৃতীয় বারে গাড়িটা তাদের সামনে থামে। পুলিশেরা জোসেফকে জিজ্ঞেস করে, যে-বাড়িগুলো বাকি রয়েছে, সেগুলোতে তারা সাক্ষিদের গাড়িতে নিয়ে যেতে পারে কি না। জোসেফ সেই সময়ের কথা মনে করে বলেন, “আমি তাদের ‘না’ বলে দিই। কিন্তু এ-বার তারা জোর করতে থাকে এবং বলে, ‘আপনাদের হাতে তো বেশি সময় নেই, তাই আমরা বাকি বাড়িগুলোতে আপনাদের নিয়ে যাব।’ আমি আর তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারিনি কারণ তখনও আমাদের অনেক বাড়িতে যাওয়া বাকি ছিল। প্রতিটা বাড়ির সামনে যাওয়ার সময় পুলিশেরা আমাকে বাড়ির লোকদের নাম বলে দেয় আর বলে যে, আমি কড়া নাড়ার পর কেউ যদি দরজায় না আসে, তা হলে তারা গৃহকর্তাকে ডাকার জন্য গাড়ির হর্ন বাজাবে।
“এই অতিরিক্ত সাহায্যের ফলে সেদিন আমরা সমস্ত বাড়িতে যেতে সক্ষম হই। আমরা লোকদের প্রচুর সাহিত্য দিই আর আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আবার দেখা করার ব্যবস্থা করি।”
পুলিশেরা জোসেফকে জানায় যে, তারা “সুসমাচার ছড়িয়ে দিতে পেরে খুবই আনন্দিত” হয়েছে। সূর্যাস্তের সময় সাক্ষিরা যখন ফিরে যায়, তখন সৈকতে দাঁড়িয়ে থাকা পুলিশেরা মুখে হাসি নিয়ে এবং হাতে বাইবেলভিত্তিক সাহিত্য নিয়ে তাদের দিকে হাত নাড়িয়ে বিদায় জানায়।