সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

লেবীয় পুস্তক ১৯:১৬ পদে লেখা আছে, “তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না।” এই কথার অর্থ কী আর এটা থেকে আমরা কী শিখতে পারি?

যিহোবা চেয়েছিলেন যেন ইজরায়েলীয়েরা পবিত্র হয়। তাই, তিনি তাদের বলেছিলেন: “তুমি কর্ণেজপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না; আমি সদাপ্রভু।”—লেবীয়. ১৯:২, ১৬.

“উঠিয়া দাঁড়াইও না,” হিসেবে অনুবাদিত এই বাক্যাংশটা আসলে ইব্রীয় ভাষার একটা বাগধারা। লেবীয় পুস্তকের উপর লেখা একটা বইয়ে বলা হয়েছে: “পদের এই অংশটা বোঝা এত সহজ নয় কারণ আমরা ইব্রীয় ভাষার বাগধারার অর্থ জানি না।”

কিছু পণ্ডিত ব্যক্তি মনে করে যে, এই শব্দগুলোর সঙ্গে ১৫ পদের সম্পর্ক রয়েছে, যেখানে লেখা রয়েছে: “তোমরা বিচারে অন্যায় করিও না। তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না; তুমি ধার্ম্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও।” যদি তা-ই হয়, তা হলে “উঠিয়া দাঁড়াইও না,” এই বাক্যাংশ অনুযায়ী ইজরায়েলীয়দের খেয়াল রাখতে হত যেন বিচার সংক্রান্ত মামলায়, ব্যবসায় এবং পরিবারে কারো ক্ষতি না হয়। এ ছাড়া, তারা যেন নিজেদের স্বার্থের জন্য কাউকে না ঠকায়। এটা ঠিক যে, আমাদের এই ধরনের কাজ করা উচিত নয়। কিন্তু, এই শব্দগুলোর আরও সঠিক ধারণা ১৬ পদেই পাওয়া যায়।

পদের শুরুতে যিহোবা তাঁর লোকদের বলছেন যে, তারা যেন কারো সম্বন্ধে মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে তার বদনাম না করে। কারো সম্বন্ধে গুজব ছড়ানোর চেয়ে কাউকে বদনাম করা আরও খারাপ বিষয়। তবে, গুজব ছড়ানোর ফলেও সমস্যা দেখা দিতে পারে। (হিতো. ১০:১৯; উপ. ১০:১২-১৪; ১ তীম. ৫:১১-১৫; যাকোব ৩:৬) হতে পারে, যিনি বদনাম করেন, তিনি কোনো ব্যক্তি সম্বন্ধে মিথ্যা সাক্ষ্য দিতেও প্রস্তুত থাকেন, যেটার কারণে সেই ব্যক্তির জীবন চলে যেতে পারে। নাবতের প্রতি এইরকমই কিছু ঘটেছিল। কিছু পুরুষ তার সম্বন্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, যেটার কারণে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছিল। (১ রাজা. ২১:৮-১৩) তাহলে, লেবীয় পুস্তক ১৯:১৬ পদের দ্বিতীয় অংশ থেকে আমরা জানলাম, কোনো ব্যক্তিকে বদনাম করার ফলে তার জীবনও চলে যেতে পারে। এভাবে, যিনি বদনাম করেন, তিনি সেই ব্যক্তির রক্তপাতের জন্য উঠে দাঁড়াতে পারেন।

হতে পারে, একজন ব্যক্তি কাউকে ঘৃণা করেন বলে তার বদনাম করেন। ১ যোহন ৩:১৫ পদে লেখা আছে: “যে-কেউ নিজের ভাইকে ঘৃণা করে, সে একজন খুনি আর তোমরা জান, কোনো খুনিই অনন্তজীবন লাভ করবে না।” লক্ষ করুন, “তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না,” এই কথা বলার পর যিহোবা বলেছেন: “তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না।”—লেবীয়. ১৯:১৭.

লেবীয় পুস্তক ১৯:১৬ পদ থেকে আমরা শিখি যে, খ্রিস্টানদের কারো রক্তপাতের জন্য উঠে দাঁড়ানো উচিত নয়। আমাদের কারো সম্বন্ধে খারাপ চিন্তা করা আর এমনকী তার বদনাম করাও উচিত নয়। আমরা যদি কাউকে অপছন্দ করার কিংবা হিংসা করার কারণে তার বদনাম করি অর্থাৎ তার ‘রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াই’, তা হলে এর অর্থ হবে আমরা তাকে ঘৃণা করি। খ্রিস্টানদের কখনোই কাউকে ঘৃণা করা উচিত নয়।—মথি ১২:৩৬, ৩৭.