যেভাবে আপনার বাইবেল অধ্যয়ন হতে পারে আরও বেশি কার্যকরী ও আনন্দদায়ক
যিহোশূয়কে এই কার্যভার দেওয়া হয়েছিল যেন তিনি ইস্রায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যান। এটা খুবই কঠিন এক কার্যভার ছিল। কিন্তু, যিহোবা তাকে এই কথাগুলো বলার মাধ্যমে শক্তিশালী ও উৎসাহিত করেছিলেন: “তুমি . . . বলবান হও ও অতিশয় সাহস কর।” তিনি যিহোশূয়কে বলেছিলেন যে, তিনি যদি ব্যবস্থা পাঠ করেন ও সেটার বাধ্য হন, তা হলে তিনি বুদ্ধিপূর্বক অর্থাৎ বিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার শুভগতি হবে অর্থাৎ তিনি সফল হতে পারবেন।—যিহো. ১:৭, ৮.
যেহেতু আমরা ‘বিষম সময়ে’ বাস করছি, তাই আমাদের জীবনও বেশ কঠিন হতে পারে। (২ তীম. ৩:১) আমরা যদি যিহোশূয়ের মতো সফল হতে চাই, তা হলে আমাদের সেই পরামর্শ অনুসরণ করতে হবে, যেটা যিহোবা তাকে দিয়েছিলেন। আমাদের নিয়মিতভাবে বাইবেল পড়তে হবে আর সেখান থেকে আমরা যা শিখি, তা ব্যবহার করে ভালো সিদ্ধান্ত নিতে হবে।
তবে, আমাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন না যে, কীভাবে অধ্যয়ন করতে হয় অথবা আমরা হয়তো অধ্যয়ন করার বিষয়টাকে আনন্দদায়ক বলে মনে করি না। কিন্তু, ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন “ এই পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করুন” শিরোনামের বাক্সটা নিয়ে বিবেচনা করবেন, তখন আপনি এমন অনেক পরামর্শ খুঁজে পাবেন, যেগুলো আপনার অধ্যয়নকে আরও বেশি উপকারজনক ও আনন্দদায়ক করে তোলার জন্য আপনাকে সাহায্য করবে।
গীতরচক গেয়েছিলেন: “তোমার আজ্ঞা-পথে আমাকে গমন করাও, কারণ তাহাতেই আমার প্রীতি।” (গীত. ১১৯:৩৫) আপনিও ঈশ্বরের বাক্য অধ্যয়ন করাকে আনন্দদায়ক করে তুলতে পারেন। আপনি যখন বাইবেল অধ্যয়ন করে যাবেন, তখন আপনি অনেক সুন্দর সুন্দর বিষয় খুঁজে পাবেন।
যদিও যিহোশূয়ের মতো আপনাকে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার কার্যভার দেওয়া হয়নি, তবে আপনাকে নিশ্চয়ই কিছু ব্যক্তিগত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাই যিহোশূয়ের মতোই, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন ও সেটির বাধ্য হোন। আপনি যদি এমনটা করেন, তা হলে আপনি বিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফল হতে পারবেন।