সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব একতা—শুধু এক স্বপ্ন নয়

বিশ্ব একতা—শুধু এক স্বপ্ন নয়

বিশ্ব একতা—শুধু এক স্বপ্ন নয়

ভারতের কেরলা প্রদেশ থেকে একজন ব্যক্তি এই পত্রিকার প্রকাশকে লিখেছিলেন: “আপনাদের সচেতন থাক! পত্রিকা সত্যিই অন্যান্য পত্রিকাগুলোর তুলনায় একেবারে আলাদা। আমার মনে হয় এমন কোন বিষয় নেই, যে সম্বন্ধে এই পত্রিকা আলোচনা করেনি। বিশেষ করে প্রাকৃতিক বিষয়ের ওপর লেখা প্রবন্ধগুলো পড়তে আমার ভাল লেগেছে।”

এক বিশেষ কারণে ওই ব্যক্তির সচেতন থাক! পত্রিকা পড়তে ভাল লেগেছিল, তিনি ব্যাখ্যা করেন: “সচেতন থাক! পত্রিকার মতো অন্য কোন পত্রিকা আছে বলে আমার মনে হয় না, যেটা বিভিন্ন জাতির লোকেদের পরস্পরকে ভাইয়ের মতো করে দেখতে সাহায্য করতে পারে। বিশ্ব একতা সম্বন্ধে সচেতন থাক! পত্রিকা ছাড়া আর কোন পত্রিকা এইভাবে বিষয়টাকে তুলে ধরে না। আমি যে সমস্ত পত্রিকা পড়ি সেগুলোর সঙ্গে তুলনা করলে আমি নিশ্চিত করে বলতে পারি যে, সচেতন থাক! পত্রিকা হল এমন এক পত্রিকা, যেটার প্রচুর মূল্য আছে।”

সচেতন থাক! পত্রিকা সম্বন্ধে পাঠকদের মন্তব্যগুলো এই পত্রিকার প্রতিটা সংখ্যার ৪ পৃষ্ঠায় দেওয়া এটার উদ্দেশ্যর সঙ্গে মিলে যায়, যেখানে বলা আছে: “এটা সর্বদা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে ও কোন একটা জাতিকে অন্যগুলোর থেকে প্রাধান্য দেয় না।” সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতন থাক! পত্রিকা জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য পাঠকদেরকে আমাদের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে নির্দেশনা দেয়।

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ৩২ পৃষ্ঠার এই ব্রোশারও তা-ই করে। এর ১৬টা পাঠের মধ্যে রয়েছে “ঈশ্বর কে?,” “পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?,” এবং “ঈশ্বরের রাজ্য কী?” এই ব্রোশার থেকে আপনি যদি আরও কিছু জানতে চান, তাহলে এখানে দেওয়া কুপনটা পূরণ করে, এটাতে যে ঠিকানা দেওয়া আছে বা ৫ পৃষ্ঠায় দেওয়া যে কোন উপযুক্ত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন জানাতে পারেন।(g০১ ৭/২২)

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটার বিষয়ে আমাকে আরও বেশি কিছু জানান।

□বিনা পয়সায় বাইবেল অধ্যয়ন করানোর জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।