সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অভ্‌ হোমল্যান্ড সিকিউরিটি-র একটা রিপোর্ট অনুসারে, বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা গত দশ বছরে প্রায় ৫ কোটি নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। শুধুমাত্র ২০১১ সালেই নিরাপত্তা কর্মীরা ১,২০০-রও বেশি আগ্নেয়াস্ত্র আটক করেছে, যা বিমানে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলোর অধিকাংশ মালিকই বলেছে যে, তারা একেবারে ভুলেই গিয়েছিল যে, তারা তাদের সাথে বন্দুক নিয়ে এসেছে।

ব্রাজিল

স্কুল ফাঁকি দেওয়া রুখতে শিক্ষা আধিকারিকরা স্কুল ইউনিফর্মের ভিতরে ইলেকট্রনিক চিপ ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সেন্সরে যখন ধরা পড়ে যে, তার ছেলে বা মেয়ে স্কুলে এসে পৌঁছেছে, তখন বাবা-মা একটা টেক্সট মেসেজ পায় আর সন্তান যদি ২০ মিনিটের বেশি দেরি করে, তাহলে অন্য টেক্সট মেসেজ পায়।

নরওয়ে

সরকারিভাবে এখন থেকে লুথারান গির্জা আর নরওয়ের রাষ্ট্রধর্ম নয়। এই প্রথমবার নরওয়ের লোকসভা সংবিধান সংশোধন করে গির্জা ও রাষ্ট্রকে পৃথক করার পক্ষে ভোট দিয়েছে।

চেক প্রজাতন্ত্র

একটা সমীক্ষা অনুসারে, বেশিরভাগ চেক প্রজাতন্ত্রের কর্মীরা মনে করে যে, তাদের চাকরি তাদের ব্যক্তিগত জীবনে ব্যাঘাত সৃষ্টি করে। যারা তাদের মতামত প্রকাশ করেছে তাদের দুই-তৃতীয়াংশ বলে, যখন তারা কাজের জায়গায় থাকে না, তখনও তাদের চাকরি সংক্রান্ত ফোন কল, ই-মেইল বা টেক্সট মেসেজের উত্তর দিতে হয়। এদের এক-তৃতীয়াংশেরও বেশি মনে করে, যদি তারা সঙ্গেসঙ্গে এগুলোর উত্তর না দেয়, তবে কোম্পানির ক্ষতি হবে।

ভারত

বিগত ২০ বছরে, খাদ্যদ্রব্য উৎপাদনে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি এবং ৭ কোটি ১০ লক্ষ টন চাল ও গম মজুত থাকা সত্ত্বেও ভারত তার অধিবাসীদের খাদ্য যোগাতে গিয়ে হিমশিম খাচ্ছে। মজুত খাদ্যের শুধুমাত্র ৪০ শতাংশই ভারতীয়দের ঘরে পৌঁছায়। দূর্নীতি ও অপচয় এই সমস্যার জন্য অনেকাংশেই দায়ী। (g১৩-E ০৫)