সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 প্রচ্ছদ বিষয় | মর্মান্তিক ঘটনার সঙ্গে যেভাবে মোকাবিলা করতে পারেন

যখন মর্মান্তিক ঘটনা ঘটে

যখন মর্মান্তিক ঘটনা ঘটে

আজ হোক বা কাল হোক, প্রায় প্রত্যেকেই কোনো-না-কোনো মর্মান্তিক ঘটনার শিকার হয়। এমনকী এর মধ্যে সেইসমস্ত ব্যক্তিও রয়েছে, যাদের কোনো কিছুর অভাব নেই।

বাইবেল বলে:

“দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কি জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহলাভ হয়, এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে।” —উপদেশক ৯:১১.

আপনার জীবনে মর্মান্তিক ঘটনা ঘটবে কি ঘটবে না, প্রশ্নটা তা নিয়ে নয় বরং আসল বিষয়টা হল, তা ঘটলে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন। যেমন:

  • কী হবে, যদি আপনি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেন?

  • কী হবে, যদি আপনার কোনো মারাত্মক রোগ ধরা পড়ে?

  • কী হবে, যদি আপনি মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারান?

এই পত্রিকার প্রকাশক যিহোবার সাক্ষিরা বিশ্বাস করে যে, কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে বাইবেল কেবলমাত্র যে আপনাকে তা মোকাবিলা করতে সাহায্য করে তাই নয় কিন্তু সেইসঙ্গে আশার এক দৃঢ় ভিত্তিও জোগায়। (রোমীয় ১৫:৪) আর তা কীভাবে, সেটা জানার জন্য তিনটে উদাহরণ বিবেচনা করুন। (g১৪-E ০৭)