আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• আমাদের খ্রিস্টীয় নীতিনিষ্ঠা বজায় রাখা এত গুরুত্বপূর্ণ কেন?
নীতিনিষ্ঠা বজায় রাখা আমাদেরকে প্রেমের সঙ্গে যিহোবার সার্বভৌমত্বের পক্ষসমর্থন করতে এবং শয়তানকে মিথ্যা প্রমাণ করতে সমর্থ করে। আমাদের নীতিনিষ্ঠা এক ভিত্তিও জোগায়, যেটির ওপর নির্ভর করে ঈশ্বর আমাদের বিচার করতে পারেন আর তাই আমাদের ভবিষ্যতের আশার জন্য এটি অপরিহার্য।—১২/১৫, পৃষ্ঠা ৪-৬.
• ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে যিশুর ভূমিকাকে প্রতিফলিত করে এমন কয়েকটা উপাধি কী?
একজাত পুত্র। সেই বাক্য। যিনি আমেন। নতুন নিয়ম বা চুক্তির মধ্যস্থ। মহাযাজক। সেই প্রতিজ্ঞাত বংশ।—১২/১৫, পৃষ্ঠা ১৫.
• বৃষ্টির জন্য প্রার্থনা করার সময় ভাববাদী এলিয় যে তার পরিচারককে সমুদ্রের দিকে দৃষ্টিপাত করতে বলেছিলেন, তা কেন তাৎপর্যপূর্ণ? (১ রাজা. ১৮:৪৩-৪৫)
এলিয় দেখিয়েছিলেন যে, জলচক্র সম্বন্ধে তার জ্ঞান রয়েছে। সমুদ্রের ওপর যে-মেঘগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো সেই দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যেখানে সেগুলো বৃষ্টিপাত ঘটাতে পারে।—৪/১, পৃষ্ঠা ২৫-২৬.
• আমাদের পরিচর্যায় আমরা যে-আনন্দ লাভ করি, সেটাকে কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি?
আমরা অন্যদের কতটা সাহায্য করতে পারি, তার ওপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করার দ্বারা আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি। আমরা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে প্রচার করতে পারি। আমরা যদি উদাসীনতার সম্মুখীন হই, তাহলে আমাদের এলাকার লোকেদের আগ্রহের বিষয়গুলোতে আবেদন তৈরি করার জন্য আমরা নিজেদের উপস্থাপনাকে খাপ খাইয়ে নিতে পারি।—১/১৫, পৃষ্ঠা ৮-১০.
• কীভাবে বাইবেলের শিক্ষাগুলো অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে একজন খ্রিস্টানের মনোভাব এবং রীতিনীতিকে প্রভাবিত করা উচিত?
যদিও কোনো খ্রিস্টান মৃত প্রিয়জনের জন্য শোক করতে পারেন, কিন্তু তিনি জানেন যে, মৃতেরা অচেতন। অবিশ্বাসীরা যদি তার সমালোচনা করেও থাকে, তবুও তিনি এমন যেকোনো রীতিনীতিকে এড়িয়ে চলেন, যেগুলো এই বিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত যে, মৃতেরা জীবিতদের প্রভাবিত করতে পারে। সমস্যা এড়ানোর জন্য, কিছু খ্রিস্টান অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাপনা সম্বন্ধে তাদের নির্দেশনাগুলো লিখে রাখে।—২/১৫, পৃষ্ঠা ২৯-৩১.
• ‘যাশের গ্রন্থ’ এবং ‘সদাপ্রভুর যুদ্ধপুস্তক’ কি বাইবেলের হারিয়ে যাওয়া বই? (যিহো. ১০:১৩; গণনা. ২১:১৪)
না। মনে হয় যে, সেগুলো ছিল বাইবেল লেখকদের দ্বারা উল্লেখিত বাইবেলের সময়ে বিদ্যমান এমন প্রমাণপত্র, যেগুলো অনুপ্রাণিত নয়।—৩/১৫, পৃষ্ঠা ৩২.