সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

হৃষ্টচিত্তে দান করা

হৃষ্টচিত্তে দান করা

হৃষ্টচিত্তে দান করা

 দান করা সম্বন্ধে প্রেরিত পৌল লিখেছিলেন: “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক” আর তিনি এও বলেছিলেন: “মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” (২ করি. ৯:৭) বিশুদ্ধ উপাসনাকে সমর্থন করার জন্য যিহোবা কাউকে জোর করেন না। তিনি তাঁর দাসদেরকে স্বেচ্ছাকৃত ও হৃষ্টচিত্তে দান করার দ্বারা তাদের ভক্তি প্রদর্শন করার সুযোগ দেন। ইতিহাসজুড়ে, তাঁর লোকেরা উদ্যোগের সঙ্গে সাড়া দিয়েছে। তিনটে উদাহরণ বিবেচনা করুন।

যিহোবা ইস্রায়েলীয়দেরকে মিশর থেকে বের করে আনার পর, তিনি তাদেরকে আবাস নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। নির্মাণসামগ্রীর প্রয়োজন ছিল, তাই ইস্রায়েলের লোকেদের দান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর প্রতি সাড়া দিয়ে, ‘যাহাদের হৃদয়ে প্রবৃত্তি হইল, তাহারা সকলে’ সোনা ও রুপো, অলংকার এবং অন্যান্য নির্মাণসামগ্রী নিয়ে এসেছিল। লোকেরা এতই উদার ছিল যে, দান বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে একটা ঘোষণা করা হয়েছিল।—যাত্রা. ৩৫:৫, ৬, ২১; ৩৬:৬, ৭.

কয়েক শতাব্দী পরে যখন মন্দির নির্মাণ করা হয়েছিল, তখন ঈশ্বরের লোকেদের আবারও বিশুদ্ধ উপাসনার প্রতি তাদের সমর্থন দেখানোর সুযোগ হয়েছিল। রাজা দায়ূদ সেই প্রকল্পের জন্য ব্যক্তিগতভাবে বিরাট পরিমাণ দান দিয়েছিলেন এবং অন্যদেরকেও দান করায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা উৎসুকভাবে তা করেছিল। কেবলমাত্র সোনা ও রুপোর দানের মূল্যই ছিল বর্তমান মূল্যে ১০,০০০ কোটি ডলারেরও বেশি! যিহোবার উদ্দেশে তাদের স্বেচ্ছাকৃত দান করার কারণে লোকেরা আনন্দিত হয়েছিল।—১ বংশা. ২৯:৩-৯; ২ বংশা. ৫:১.

যিশু খ্রিস্টের প্রাথমিক অনুসারীরা একইভাবে দান করার এক আনন্দপূর্ণ মনোভাব দেখিয়েছিল। সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে, প্রায় ৩,০০০ লোক বাপ্তিস্ম নিয়েছিল আর তাদের অনেকেই যিরূশালেমের অধিবাসী ছিল না। এই দরিদ্র ব্যক্তিরা যেন তাদের নতুন বিশ্বাস সম্বন্ধে আরও বেশি শিখতে পারে, সেইজন্য তাদেরকে শহরে থেকে যেতে সাহায্য করার উদ্দেশ্যে, আর্থিক সংস্থানের একটা সাময়িক তহবিল গঠন করা হয়েছিল। ভাইয়েরা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়েছিল এবং যাদের প্রয়োজন ছিল, তাদেরকে সাহায্য করার জন্য সেই অর্থ প্রেরিতদের কাছে নিয়ে এসেছিল। বিশ্বাস ও প্রেমের এই ধরনের অভিব্যক্তি দেখে যিহোবা নিশ্চয়ই কত আনন্দিতই না হয়েছিলেন!—প্রেরিত ২:৪১-৪৭.

আজকে, খ্রিস্টানরা উদারভাবে ও হৃষ্টচিত্তে তাদের সময়, শক্তি ও অর্থ দান করার দ্বারা বিশুদ্ধ উপাসনাকে সমর্থন করে চলেছে। এই প্রবন্ধের সঙ্গে দেওয়া বাক্সটা কয়েকটা উপায়ের বিষয় উল্লেখ করে, যেগুলোর মাধ্যমে আপনি তা করতে পারেন।

[১৮, ১৯ পৃষ্ঠার ক্যাপশন]

কেউ কেউ যে-উপায়গুলোতে দান করে থাকে

শিক্ষামূলক কাজের জন্য দান

অনেকে “শিক্ষামূলক কাজের জন্য” লেখা দানবাক্সে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখে।

প্রত্যেক মাসে, মণ্ডলীগুলো এই অর্থ যিহোবার সাক্ষিদের সেই শাখা অফিসে পাঠিয়ে দেয়, যে-অফিস তাদের নিজের দেশের জন্য কাজ করে থাকে। স্বেচ্ছাকৃত দান হিসেবে দেওয়া অর্থও সরাসরি যিহোবার সাক্ষিদের শাখা অফিসে পাঠানো যেতে পারে, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে। (এ ছাড়া, নীচের বিভাগগুলোতে উল্লেখিত স্বেচ্ছাকৃত দানও যিহোবার সাক্ষিদের শাখা অফিসে পাঠানো যেতে পারে, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে।) চেকগুলো “ওয়াচ টাওয়ার”-কে * প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত। এ ছাড়া, অলংকার অথবা অন্য কোনো মূল্যবান জিনিসও দান করা যেতে পারে। এই ধরনের দানের সঙ্গে একটা ছোটো চিঠিতে উল্লেখ করে দেওয়া উচিত যে, এই দানগুলো এক শর্তহীন উপহার হিসেবে পাঠানো হয়েছে।

শর্তযুক্ত দানের ট্রাস্ট ব্যবস্থা *

পৃথিবীব্যাপী ব্যবহারের জন্য অর্থ ওয়াচ টাওয়ার ট্রাস্টে রাখা যেতে পারে। তবে, অনুরোধ জানালে, প্রদত্ত অর্থ ফিরিয়ে দেওয়া হবে। আরও তথ্য জানার জন্য, দয়া করে স্থানীয় শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে।

দাতব্য পরিকল্পনা *

শিক্ষামূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার হিসেবে শর্তহীন অর্থ পাঠানো ছাড়াও, দান করার অন্যান্য উপায় রয়েছে। এগুলোর অন্তর্ভুক্ত:

বিমা: কোনো জীবনবিমা প্রকল্পের অথবা অবসর গ্রহণ/পেনশন পরিকল্পনার স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর নাম দেওয়া যেতে পারে।

ব্যাঙ্ক আ্যকাউন্ট: ব্যাঙ্ক আ্যকাউন্ট, ডিপোজিটের সার্টিফিকেট অথবা ব্যক্তির অবসর গ্রহণকালীন আ্যকাউন্টগুলো স্থানীয় ব্যাঙ্কের নিয়ম অনুসারে, ওয়াচ টাওয়ার-এর ট্রাস্টে দেওয়া যেতে পারে অথবা ব্যক্তির মৃত্যুর পর ওয়াচ টাওয়ার-কে প্রদানযোগ্য হিসেবে দেওয়া যেতে পারে।

স্টক ও বন্ড: স্টক ও বন্ডগুলোকে শর্তহীন উপহার হিসেবে ওয়াচ টাওয়ার-কে দান করা যেতে পারে অথবা আইনসম্মতভাবে সম্পন্ন উইলের অধীনে স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর নাম দেওয়া যেতে পারে।

স্থাবর সম্পত্তি: বিক্রয়যোগ্য স্থাবর সম্পত্তি হয় এক শর্তহীন উপহার হিসেবে দান করা যেতে পারে অথবা আবাসিক সম্পত্তির ক্ষেত্রে দাতার জন্য জীবনস্বত্বরূপে সংরক্ষণ করে তা প্রদান করা যেতে পারে, এই শর্তে যে, তিনি তার জীবনকালে সেখানে বসবাস করতে পারবেন। কোনো স্থাবর সম্পত্তি দেওয়ার জন্য দলিলের ব্যবস্থা করার আগে আপনার দেশের শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

বার্ষিক বৃত্তি উপহার: বার্ষিক বৃত্তি উপহার হল একটা ব্যবস্থা, যেটার মাধ্যমে একজন ব্যক্তি নিযুক্ত কর্পোরেশনকে অর্থ অথবা সম্পত্তির মালিকানাসূচক দলিলগুলো হস্তান্তর করেন, যা যিহোবার সাক্ষিরা ব্যবহার করে। এটার বিনিময়ে, দাতা অথবা দাতার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি জীবনভর প্রতি বছর এক নির্দিষ্ট বার্ষিক বৃত্তির অর্থ লাভ করেন। যে-বছর থেকে বার্ষিক বৃত্তি উপহার ব্যবস্থা চালু হয়, সেই সময় থেকে দাতা আয়করের ক্ষেত্রেও ছাড় পেয়ে থাকেন।

উইল ও ট্রাস্ট: সম্পত্তি অথবা অর্থ আইনসম্মতভাবে সম্পন্ন উইলের সাহায্যে ওয়াচ টাওয়ার-কে হস্তান্তর করা যেতে পারে অথবা ট্রাস্ট চুক্তির স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর * নাম দেওয়া যেতে পারে। কোনো ট্রাস্টের দ্বারা একটা ধর্মীয় সংগঠন উপকৃত হলে সেটা কর দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সুযোগসুবিধা দিতে পারে।

“দাতব্য পরিকল্পনা” শব্দটি যেমন ইঙ্গিত করে যে, এই ধরনের দানগুলো করার জন্য সাধারণত দাতার আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যে-ব্যক্তিরা কোনো ধরনের দাতব্য পরিকল্পনার মাধ্যমে যিহোবার সাক্ষিদের শিক্ষামূলক কাজে সাহায্য করতে চায়, তাদের সহযোগিতা করার জন্য ইংরেজি ও স্প্যানিশ ভাষায় একটা ব্রোশার প্রস্তুত করা হয়েছে, যেটির শিরোনাম হল চ্যারিটেবেল প্ল্যানিং টু বেনিফিট কিংডম সার্ভিস ওয়ার্ল্ডওয়াইড। * এই ব্রোশারটি উপহারগুলো দেওয়ার বিভিন্ন উপায় সম্বন্ধে তথ্য জোগানোর জন্য লিখিত হয়েছে, যেগুলো হয় এখনই বা মৃত্যুর পর উইলের মাধ্যমে দেওয়া যেতে পারে। ব্রোশারটি পড়ার এবং তাদের নিজস্ব আইনগত অথবা কর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করার পর, অনেকেই পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের ধর্মীয় ও মানবিক কাজকে সমর্থন করার জন্য সাহায্য করতে সমর্থ হয়েছে আর তা করার ফলে কর দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধাগুলো বৃদ্ধি করেছে।

আরও তথ্য জানার জন্য, নীচে দেওয়া ঠিকানায় অথবা আপনার দেশের জন্য যিহোবার সাক্ষিদের যে-অফিস কাজ করছে, সেখানে চিঠি লিখে অথবা টেলিফোনে যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Jehovah’s Witnesses,

Post Box ৬৪৪০,

Yelahanka,

Bangalore ৫৬০ ০৬৪,

Karnataka.

Telephone: (০৮০) ২৮৪৬৮০৭২

[পাদটীকাগুলো]

^ ভারতে এটা “দ্যা ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-কে প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত

^ ভারতে প্রযোজ্য নয়

^ নোট: বিভিন্ন দেশে কর সংক্রান্ত নিয়মকানুন ভিন্ন হতে পারে। কর সংক্রান্ত আইন এবং পরিকল্পনার বিষয়ে মতামত লাভের জন্য দয়া করে আপনার হিসাবরক্ষক অথবা আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। এ ছাড়া, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় শাখা অফিসের সঙ্গে দয়া করে আলোচনা করে নিন।

^ ভারতে, “দ্যা ওয়াচ টাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া” ব্যবহার করুন

^ ভারতে পাওয়া যাচ্ছে না