সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

যোহন ১১:৩৫ পদের বর্ণনা অনুযায়ী লাসারকে পুনরুত্থিত করার আগে যিশু কেন কেঁদেছিলেন?

▪ কোনো প্রিয়জন মারা গেলে আমরা স্বভাবতই কাঁদি কারণ আমরা তার অভাব বোধ করি। যদিও লাসারের জন্য যিশুর গভীর স্নেহ ছিল কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনে যিশু কাঁদেননি। তিনি লাসারের শোকার্ত পরিবারের জন্য কেঁদেছিলেন, ঠিক যেমনটা যোহনের বিবরণে উল্লেখ করা হয়েছে।—যোহন ১১:৩৬.

যিশু যখন শুনতে পেয়েছিলেন যে লাসার অসুস্থ, তখন তিনি সঙ্গেসঙ্গেই লাসারকে সুস্থ করার জন্য তার কাছে যাননি। বিবরণ বলে: “যখন [যিশু] শুনিলেন যে, [লাসারের] পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন, সেই স্থানে আর দুই দিবস রহিলেন।” (যোহন ১১:৬) কেন যিশু দেরি করেছিলেন? তা করার পিছনে তাঁর একটা উদ্দেশ্য ছিল। তিনি বলেছিলেন: “এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন।” (যোহন ১১:৪) যিশুর উদ্দেশ্য ছিল লাসারের মৃত্যুকে “ঈশ্বরের গৌরবের নিমিত্ত” ব্যবহার করা। কীভাবে? যিশু তাঁর প্রিয় বন্ধুকে কবর থেকে বের করে আনার মাধ্যমে অত্যন্ত রোমাঞ্চকর এক অলৌকিক কাজ করতে যাচ্ছিলেন।

এই ঘটনায় তাঁর শিষ্যদের সঙ্গে আলোচনা করার সময় যিশু মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করেছিলেন। এই কারণেই তিনি তাদের বলেছিলেন, তিনি ‘নিদ্রা হইতে [লাসারকে] জাগাইতে যাইতেছেন।’ (যোহন ১১:১১) যিশুর কাছে লাসারকে পুনরুত্থিত করার বিষয়টা এমন ছিল যেন একজন বাবা অথবা মা তার সন্তানকে ঘুম থেকে জাগিয়ে তুলছেন। তাই, লাসারের মৃত্যুর কারণে যিশুর কষ্ট পাওয়ার কোনো কারণ ছিল না।

তাহলে, কেন যিশু কেঁদেছিলেন? সেই বিবরণের মধ্যেই এর উত্তর পাওয়া যায়। যিশু যখন লাসারের বোন মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাকে ও অন্যদেরকে রোদন করতে দেখেছিলেন, তখন তিনি “আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন ও উদ্বিগ্ন হইলেন।” তাদের কষ্ট দেখে যিশু এতটাই কষ্ট পেয়েছিলেন যে, তিনি ‘আত্মাতে উত্তেজিত হইয়া উঠিয়াছিলেন।’ এই কারণেই “যীশু কাঁদিলেন।” তার প্রিয় বন্ধুদের প্রচণ্ড শোক করতে দেখে যিশু অনেক দুঃখ পেয়েছিলেন।—যোহন ১১:৩৩, ৩৫.

এই বিবরণ দেখায় যে, আসন্ন নতুন জগতে আমাদের প্রিয়জনদের জীবন এবং সুস্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার শক্তি ও ক্ষমতা যিশুর রয়েছে। এটা আমাদের এও বুঝতে সাহায্য করে যে, সেই ব্যক্তিদের প্রতি যিশুর সহানুভূতি রয়েছে, যারা আদমজাত মৃত্যুর কারণে তাদের প্রিয়জনদের হারিয়েছে। এই বিবরণ থেকে আমরা আরেকটা শিক্ষা লাভ করতে পারি আর তা হল, সেই ব্যক্তিদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত, যারা প্রিয়জনদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

যিশু জানতেন যে, তিনি লাসারকে পুনরুত্থিত করতে যাচ্ছেন। তার পরও তিনি কেঁদেছিলেন কারণ তিনি তাঁর বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা এবং সমবেদনা বোধ করেছিলেন। একইভাবে, আমাদের সহমর্মিতা যেন আমাদেরকে ‘যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন করিতে’ পরিচালিত করে। (রোমীয় ১২:১৫) এই ধরনের শোক প্রকাশ করা এটা ইঙ্গিত দেয় না যে, একজন ব্যক্তির পুনরুত্থানের আশার প্রতি বিশ্বাসের অভাব রয়েছে। এটা কতই-না উপযুক্ত যে, যদিও যিশু লাসারকে পুনরুত্থিত করতে যাচ্ছিলেন, তার পরও তিনি আন্তরিকভাবে কান্নার মাধ্যমে শোকার্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা দেখানোর ক্ষেত্রে এক উদাহরণ স্থাপন করেছিলেন।

[৩২ পৃষ্ঠার চিত্র]