সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১

এক নিগূঢ়তত্ত্ব, যা জানতে পেরে আমরা আনন্দিত

এক নিগূঢ়তত্ত্ব, যা জানতে পেরে আমরা আনন্দিত

কেউ কি কখনো তোমাকে এমন কিছু বলেছে, যা সে অন্যদের বলেনি?— * যদি তা-ই হয়, তাহলে সেটাকে বলা হয় রহস্য কারণ অন্যেরা সেটা জানে না। বাইবেল এক বিশেষ রহস্য সম্বন্ধে বলে, যেটাকে পবিত্র “নিগূঢ় তত্ত্ব” বলা হয় আর এর উৎস হলেন ঈশ্বর। এমনকী স্বর্গদূতেরাও এই সম্বন্ধে আরও জানতে আগ্রহী ছিলেন। তুমি কি সেই রহস্যটা জানতে চাও?—

স্বর্গদূতেরা কী জানার চেষ্টা করছেন বলে তুমি মনে করো?

অনেক অনেক দিন আগে, ঈশ্বর প্রথম পুরুষ ও নারী সৃষ্টি করেছিলেন। তাদের নাম ছিল আদম এবং হবা। ঈশ্বর তাদেরকে এক সুন্দর বাড়ির মধ্যে রেখেছিলেন, যেটাকে এদন বাগান বলা হতো। আদম ও হবা যদি ঈশ্বরের বাধ্য হতো, তাহলে তারা এবং তাদের সন্তানরা পুরো পৃথিবীকে সেই বাগানের মতো একটা পরমদেশ করে তুলতে পারত। আর তারা সেই পরমদেশে চিরকাল বেঁচে থাকতে পারত। কিন্তু, তোমার কি মনে আছে, আদম ও হবা কী করেছিলেন?—

আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন আর তাই আজকে আমরা সেই পরমদেশে বাস করছি না। কিন্তু ঈশ্বর বলেছিলেন যে, তিনি পুরো পৃথিবীকে সুন্দর করে তুলবেন আর সেখানে প্রত্যেকে চিরকাল সুখে থাকতে পারবে। কীভাবে তিনি তা করবেন? দীর্ঘসময় ধরে লোকেরা এই সম্বন্ধে কিছুই জানত না। এটা ছিল এক রহস্য।

যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি লোকেদেরকে এই রহস্য সম্বন্ধে আরও শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, এটা হল ঈশ্বরের রাজ্য। যিশু লোকেদেরকে এই রাজ্য আসার জন্য প্রার্থনা করতে বলেছিলেন। এই রাজ্য পৃথিবীকে এক সুন্দর পরমদেশ করে তুলবে।

এই রহস্যটা জানতে পেরে তোমার কি আনন্দ লাগছে না?— মনে রাখবে যে, একমাত্র যারা যিহোবার বাধ্য হয়, তারা পরমদেশে থাকতে পারবে। বাইবেলে এমন অনেক পুরুষ ও নারীর গল্প রয়েছে, যারা যিহোবার বাধ্য ছিলেন। তুমি কি তাদের সম্বন্ধে জানতে চাও?— এসো আমরা দেখি যে, তাদের মধ্যে কয়েক জন কারা আর কীভাবে আমরা তাদের মতো হতে পারি।

তোমার বাইবেল থেকে পড়ো

^ অনু. 3 এই গল্পগুলোতে আপনি কিছু কিছু প্রশ্নের পর (—) চিহ্ন দেখতে পাবেন। সেই সময়টাতে থামুন এবং আপনার সন্তানকে উত্তর দেওয়ার সুযোগ দিন।