“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”

এই প্রকাশনা আপনাকে ক্রমাগত নিজের জীবনে বাইবেলের নীতিগুলো কাজে লাগাতে এবং এর ফলে ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে সাহায্য করবে।

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী, যিহোবাকে ভালোবাসে এমন প্রত্যককে যিশুর আদর্শ অনুসরণ করতে উৎসাহিত করছে, যিনি তাঁর পিতার প্রেমে অবস্থিতি করেছিলেন।

অধ্যায় ১

“ঈশ্বরের প্রতি প্রেম এই”

এক সাধারণ বাক্যের মাধ্যমে বাইবেল আমাদের জানায় যে, কীভাবে আমরা ঈশ্বরের প্রতি প্রেম দেখাতে পারি।

অধ্যায় ২

কীভাবে আপনি এক উত্তম বিবেক বজায় রাখতে পারেন?

এমনটা কি হতে পারে যে, একজন ব্যক্তির শুদ্ধ বিবেক রয়েছে কিন্তু তবুও তিনি ঈশ্বরের চোখে অশুচি?

অধ্যায় ৩

সেই ব্যক্তিদের ভালোবাসুন, যাদেরকে ঈশ্বর ভালোবাসেন

যিহোবা খুবই গুরুত্বের সঙ্গে বন্ধু নির্বাচন করে থাকেন এবং আমাদেরও তা-ই করা উচিত।

অধ্যায় ৪

কেন কর্তৃপক্ষকে সম্মান করবেন?

শাস্ত্র জীবনের তিনটে প্রধান ক্ষেত্রকে চিহ্নিত করে, যে-ক্ষেত্রগুলোতে অন্যদের কর্তৃত্বের প্রতি সম্মান দেখাই বলে ঈশ্বর চান।

অধ্যায় ৫

যেভাবে জগৎ থেকে পৃথক থাকা যায়

ঈশ্বরের বাক্য এমন পাঁচটা উপায় সম্বন্ধে বলে, যে-ক্ষেত্রগুলোতে আমাদের জগৎ থেকে পৃথক থাকতে হবে।

অধ্যায় ৬

যেভাবে গঠনমূলক আমোদপ্রমোদ বাছাই করা যায়

তিনটে প্রশ্ন আপনাকে বিজ্ঞতার সঙ্গে বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে।

অধ্যায় ৭

আপনি কি জীবনকে ঈশ্বরের মতো করে মূল্যবান বলে গণ্য করেন?

শুধুমাত্র অন্যের জীবন না নেওয়ার চেয়ে কি আরও বেশি কিছু জড়িত?

অধ্যায় ৮

ঈশ্বর শুচি লোকেদের ভালোবাসেন

বাইবেল আপনাকে এমন অভ্যাসগুলো এড়িয়ে চলতে সাহায্য করতে পারে, যেগুলো আপনাকে যিহোবার চোখে অশুচি করে ফেলবে।

অধ্যায় ৯

“তোমরা ব্যভিচার হইতে পলায়ন কর”

প্রতি বছর, হাজার হাজার খ্রিস্টান যৌন অনৈতিকতায় লিপ্ত হয়। কীভাবে আপনি এই ফাঁদ এড়াতে পারেন?

অধ্যায় ১০

বিয়ে​—⁠প্রেমময় ঈশ্বরের কাছ থেকে এক উপহার

কীভাবে আপনি এক সফল বিয়ের জন্য প্রস্তুত হতে পারেন? আপনি যদি ইতিমধ্যেই বিবাহিত হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনার বিয়েকে টিকিয়ে রাখতে পারেন??

অধ্যায় ১১

‘বিবাহ আদরণীয় হউক’

ছয়টা প্রশ্নের মাধ্যমে নিজেকে পরীক্ষা করার ফলে আপনি আপনার বিয়েকে উন্নত করতেপারবেন।

অধ্যায় ১২

“অন্যকে গড়ে তুলবার জন্য যা ভাল তেমন কথাই” বলুন

কথাবার্তা অন্যদের ভেঙে ফেলতে পারে বা তাদের গড়ে তুলতে পারে। কথা বলার দানকে যিহোবার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে শিখুন।

অধ্যায় ১৩

যে-উদ্‌যাপনগুলো ঈশ্বরকে অসন্তুষ্ট করে

কিছু উদ্‌যাপন এবং ছুটির দিন ঈশ্বরক সম্মানিত করে বলে মনে হলেও, আসলে সেগুলো তাঁকে অসন্তুষ্ট করে।

অধ্যায় ১৪

সমস্ত বিষয়ে সৎ হোন

অন্যদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রে সৎ হওয়ার আগে আপনাকে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে।

অধ্যায় ১৫

আপনার কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজুন

পাঁচটা মূল প্রশ্নের উত্তর আপনাকে এটা বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারে যে, কোনো নির্দিষ্ট চাকরি নেওয়া উচিত কি না।

অধ্যায় ১৬

দিয়াবল ও তার বিভিন্ন চাতুরীর প্রতিরোধ করুন

আমরা জানি শয়তানের ক্ষমতা রয়েছে, তবে আমরা এটা দ্বারা বিক্ষিপ্ত হই না। কেন?

অধ্যায় ১৭

‘তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিও’

তিনটে পদক্ষেপ আপনাকে নিজের বিশ্বাস আরও শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্য করতে পারে, যাতে আপনি ঈশ্বরের প্রেমে অবস্থিতি করতে পারেন।

পরিশিষ্ট

একজন সমাজচ্যুত ব্যক্তির সঙ্গে যেভাবে আচরণ করা উচিত

এইরকম ব্যক্তিদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা কি আসলেই অপরিহার্য?

পরিশিষ্ট

মস্তক আচ্ছাদন​—⁠কখন এবং কেন?

বাইবেল তিনটে বিষয় সনাক্ত করে, যেগুলো আপনাকে উত্তর দিতে সাহায্য করবে।

পরিশিষ্ট

পতাকা অভিবাদন, ভোট দেওয়া এবং বেসামরিক কাজ

এই ক্ষেত্রগুলোতে শুদ্ধ বিবেক বজায় রাখার জন্য কোন কোন শাস্ত্রীয় নির্দেশনা আপনাকে সাহায্য করতে পারে?

পরিশিষ্ট

রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং অস্ত্রোপচার পদ্ধতি

মাত্র কয়েকটা সহজ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনি সফলভাবে চিকিৎসাগত প্রতিদ্বন্দ্বিতার মোকাবিলা করতে পারবেন।

পরিশিষ্ট

হস্তমৈথুনের অভ্যাস কাটিয়ে উঠুন

কীভাবে আপনি এই নোংরা অভ্যাস কাটিয়ে উঠতে পারেন?

পরিশিষ্ট

বিবাহবিচ্ছেদ ও পৃথক থাকার বিষয়ে বাইবেলের দৃষ্টিভঙ্গি

বাইবেল অনুসারে, বিবাহবিচ্ছেদ করেছেন এমন একজন ব্যক্তি কোন ক্ষেত্রে পুনরায় বিয়ে করার জন্য মুক্ত থাকেন?

পরিশিষ্ট

ব্যাবসা সংক্রান্ত মতবিরোধ মীমাংসা করা

একজন খ্রিস্টান কি কখনো কোনো সহবিশ্বাসীর বিরুদ্ধে মামলা করতে পারেন?