উদ্যাপন; উৎসব
খ্রিস্টানেরা যে-উদ্যাপনগুলোতে যোগ দিয়ে থাকে
খ্রিস্টানদের একমাত্র কোন উদ্যাপনে যোগ দিতে বলা হয়েছে?
ঈশ্বরের লোকেরা উপাসনা করার জন্য একসঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত হয়
দ্বিতীয় ৩১:১২; ইব্রীয় ১০:২৪, ২৫
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
২বংশা ৩০:১, ৬, ১৩, ১৪, ১৮-২৭—রাজা হিষ্কিয় নিস্তারপর্ব পালন করার জন্য এক বিরাট আয়োজন করেছিলেন
-
খ্রিস্টানদের যে-উদ্যাপনগুলো এড়িয়ে চলতে হবে
মিথ্যা ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত উদ্যাপনগুলোতে যোগ দেওয়া কেন ভুল?
১করি ১০:২১; ২করি ৬:১৪-১৮; ইফি ৫:১০, ১১
আরও দেখুন, “সত্য ধর্ম এবং মিথ্যা ধর্মকে মেশানো”
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
যাত্রা ৩২:১-১০—ইজরায়েলীয়েরা যখন একটা মূর্তি তৈরি করেছিল এবং বলেছিল এটা ঈশ্বরের উদ্দেশে, তখন যিহোবা ভীষণ রেগে গিয়েছিলেন
-
গণনা ২৫:১-৯—যিহোবার লোকেরা যখন মূর্তিপূজার সঙ্গে সম্পর্কযুক্ত ধর্মীয় উৎসব এবং অনৈতিক বিষয়গুলোতে অংশ নিয়েছিল, তখন তিনি তাদের শাস্তি দিয়েছিলেন
-
বড়োদিন কি খ্রিস্টানদের উৎসব?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
লূক ২:১-৫—যখন রোমীয়েরা সমস্ত লোকের নাম নথিভুক্ত করছিল, তখন যিশুর জন্ম হয়েছিল; তারা নিশ্চয়ই প্রচণ্ড শীতের সময়ে বিদ্রোহী যিহুদি প্রজাদের আসার জন্য জোর করতে পারত না
-
লূক ২:৮, ১২—যখন যিশুর জন্ম হয়েছিল, তখন মেষপালকেরা বাইরে মেষপাল পাহারা দিচ্ছিল; ডিসেম্বরের প্রচণ্ড শীতের সময় তাদের জন্য তা করা একেবারে অসম্ভব ছিল
-
খ্রিস্টানদের কি জন্মদিন পালন করা উচিত?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ৪০:২০-২২—ফরৌণ, যিনি যিহোবার উপাসক ছিলেন না, তার জন্মদিনের উৎসবের সময় একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন
-
মথি ১৪:৬-১১—রাজা হেরোদ, যিনি খ্রিস্টের অনুসারীদের ঘৃণা করতেন, তার জন্মদিনের উৎসবের সময় যোহন বাপ্তাইজককে হত্যা করার আদেশ দিয়েছিলেন
-
মোশির ব্যবস্থায় বলা উদ্যাপনগুলো
মোশির ব্যবস্থায় যে-বিষয়গুলো করতে বলা হয়েছিল—যেগুলোর মধ্যে বিভিন্ন উদ্যাপনও ছিল—সেগুলো কি এখন খ্রিস্টানদের পালন করতে হবে?
আরও দেখুন, গালা ৪:৪, ৫, ৯-১১; ইব্রীয় ৮:৭-১৩; ৯:১-৩, ৯, ১০, ২৪
খ্রিস্টানদের কি সপ্তাহে এক বার বিশ্রামবার পালন করতে হবে?
আরও দেখুন, যাত্রা ৩১:১৬, ১৭
জাতীয় উৎসব
কোনো সরকার অথবা জাতি যদি বিশেষ কিছু করে থাকে আর তা পালন করা হয়, তা হলে খ্রিস্টানদের কি সেগুলো পালন করা উচিত?
আরও দেখুন “সরকার—খ্রিস্টানেরা নিরপেক্ষ থাকে”
খ্রিস্টানদের কি এমন উদ্যাপনগুলোতে যোগ দেওয়া উচিত, যেগুলো যুদ্ধ স্মরণ করার অথবা সৈন্যদের সম্মান দেওয়ার জন্য করা হয়ে থাকে?
আরও দেখুন, “সরকার—খ্রিস্টানেরা নিরপেক্ষ থাকে” এবং “যুদ্ধ”
খ্রিস্টানদের কি এমন উদ্যাপনগুলোতে যোগ দেওয়া উচিত, যেখানে বিখ্যাত কোনো ব্যক্তিকে উপাসনার মতো করে সম্মান দেখানো হয়?
যাত্রা ২০:৫; রোমীয় ১:২৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১২:২১-২৩—রাজা আগ্রিপ্পকে যখন লোকেরা উপাসনা করার মতো সম্মান দেখিয়েছিল, তখন তিনি তাতে বাধা দেননি; তাই, ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিলেন
-
প্রেরিত ১৪:১১-১৫—প্রেরিত বার্ণবা ও পৌলকে যখন লোকেরা উপাসনা করতে চেয়েছিল, তখন তারা তাতে বাধা দিয়েছিলেন
-
প্রকা ২২:৮, ৯—যিহোবার একজন স্বর্গদূতকে যখন যোহন উপাসনা করতে চেয়েছিলেন, তখন সেই স্বর্গদূত তাকে বাধা দিয়েছিলেন
-