সন্তান; অল্পবয়সি
ঈশ্বর সন্তানদের যেভাবে দেখে থাকেন
কীভাবে যিহোবা দেখান যে, সন্তানেরা ও অল্পবয়সিরা তাঁর কাছে খুব মূল্যবান?
দ্বিতীয় ৬:৬, ৭; ১৪:২৮, ২৯; গীত ১১০:৩; ১২৭:৩-৫; ১২৮:৩, ৪; যাকোব ১:২৭
আরও দেখুন, ইয়োব ২৯:১২; গীত ২৭:১০; হিতো ১৭:৬
আরও দেখুন, “পরিবার”
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ১:২৭, ২৮—যিহোবা চেয়েছিলেন যেন মানুষ সন্তানের জন্ম দেয় এবং পৃথিবী পরিপূর্ণ করে
-
আদি ৯:১—জলপ্লাবনের পর ঈশ্বর নোহ এবং তাদের ছেলেদের বলেছিলেন যেন তারা সন্তানের জন্ম দেয় এবং পৃথিবী পরিপূর্ণ করে
-
আদি ৩৩:৫—বিশ্বস্ত কুলপতি যাকোব তার সন্তানদের ঈশ্বরের কাছ থেকে এক উপহার হিসেবে দেখেছিলেন
-
মার্ক ১০:১৩-১৬—যিশু ছোটো ছেলে-মেয়েদের ভালোবাসেন, ঠিক যেমন তাঁর পিতা যিহোবা তাদের ভালোবাসেন
-
যারা অল্পবয়সিদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের যিহোবা কীভাবে দেখেন?
যাত্রা ২২:২২-২৪; দ্বিতীয় ১০:১৭, ১৮; গীত ১০:১৪, ১৫
বাইবেলের কোন নীতিগুলো দেখায় যে, অল্পবয়সিদের কাছ থেকে আমরা যেন এইরকম আশা না করি, তারা বড়োদের মতো কাজ করবে?
গণনা ১:৩; ১করি ১৩:১১
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ৩৩:১২-১৪—যাকোব বুঝতে পেরেছিলেন, তার ছেলে-মেয়েদের পক্ষে বড়োদের মতো একই গতিতে হাঁটা সম্ভব নয়
-
এই জগতে অল্পবয়সিরা যখন কষ্ট ভোগ করে, তখন এরজন্য কি ঈশ্বরকে দোষ দেওয়া উচিত?
ইয়োব ৩৪:১০; যাকোব ১:১৩; ১যোহন ৫:১৯
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
লূক ৫:১৮, ২০, ২৩-২৫—যিশু বলেছিলেন, অসুস্থতার মূল কারণ হচ্ছে পাপ
-
রোমীয় ৫:১২—প্রেরিত পৌল বলেছিলেন, কেন আমরা মারা যাই
-
কীভাবে যিহোবা আমাদের আশ্বাস দিয়েছেন যে, ছোটো-বড়ো সবাই যে-সমস্ত কষ্ট ভোগ করছে, সেগুলো দূর হয়ে যাবে?
আমাদের বাবা-মা যদি গুরুতর ভুল করে থাকে অথবা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, তা হলে এর অর্থ কী এই যে, অন্যদের চেয়ে আমাদের মূল্য কম কিংবা বাবা-মায়েদের মতো আমরাও একইরকম ভুল করব?
দ্বিতীয় ২৪:১৬; যিহি ১৮:১-৩, ১৪-১৮
আরও দেখুন, দ্বিতীয় ৩০:১৫, ১৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২রাজা ১৮:১-৭; ২বংশা ২৮:১-৪—হিষ্কিয়ের বাবা দুষ্ট ছিলেন এবং তিনি তার কয়েক জন সন্তানকে হত্যা করেছিলেন। তা সত্ত্বেও, হিষ্কিয় যিহোবার বাধ্য ছিলেন এবং একজন বিশ্বস্ত রাজা হয়েছিলেন
-
২রাজা ২১:১৯-২৬; ২২:১, ২—যদিও যোশিয়ের বাবা আমোন খুব দুষ্ট রাজা ছিলেন, কিন্তু যোশিয় খুব ভালো একজন রাজা হয়েছিলেন
-
১করি ১০:১১, ১২—প্রেরিত পৌল বলেছিলেন, আমরা অন্যদের ভুলগুলো থেকে শিখতে পারি; আমরাও যেন তাদের মতো একই ভুল না করি
-
ফিলি ২:১২, ১৩—প্রেরিত পৌল আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, আমরা যদি বিশ্বস্ত থাকি, তা হলে আমরা পরিত্রাণ লাভ করব
-
সন্তান ও অল্পবয়সিদের দায়িত্ব
সেই ছেলে-মেয়েদের যিহোবা কীভাবে দেখেন, যারা তাদের সাক্ষি বাবা অথবা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে?
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
আদি ১৯:১২, ১৫—স্বর্গদূতেরা লোটের মেয়েদের সুরক্ষা জুগিয়েছিলেন; এর একটা কারণ হল, তাদের বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন
-
সন্তানদের কি এইরকম মনে করা উচিত যে, ঈশ্বরের সঙ্গে তাদের বাবা-মায়ের ভালো সম্পর্ক রয়েছে বলে তাদেরও ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে?
হিতো ২০:১১; যিহি ১৮:৫, ১০-১৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
লেবীয় ১০:১-৩, ৮, ৯—মহাযাজক হারোণের ছেলেদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তারা সম্ভবত মাতাল অবস্থায় “ইতর অগ্নি” উৎসর্গ করেছিল
-
১শমূ ৮:১-৫—যদিও শমূয়েল একজন ধার্মিক ভাববাদী ছিলেন, কিন্তু তার ছেলেরা অসৎ ছিল
-
সন্তানেরা যদি ঈশ্বরকে খুশি করতে চায়, তা হলে তাদের কী করতে হবে?
কেন অল্পবয়সিদের মণ্ডলীর সভাগুলোতে যোগ দেওয়া উচিত?
দ্বিতীয় ৩১:১২, ১৩; ইব্রীয় ১০:২৪, ২৫
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ১৫:৩২-৩৮—যিশুর শ্রোতাদের মধ্যে অল্পবয়সি ছেলে-মেয়েরাও ছিল
-
কীভাবে আমরা বলতে পারি, যিহোবা চান যেন অল্পবয়সিরা তাঁর সেবা করে?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১শমূ ১৭:৪, ৮-১০, ৪১, ৪২, ৪৫-৫১—যিহোবা অল্পবয়সি দায়ূদকে ব্যবহার করে দৈত্যের মতো এক বড়ো বীরযোদ্ধাকে পরাজিত করেছিলেন। এভাবে যিহোবা তাঁর নাম রক্ষা করেছিলেন
-
২রাজা ৫:১-১৫—যিহোবা একজন অল্পবয়সি ইজরায়েলীয় মেয়েকে ব্যবহার করে ন-ইজরায়েলীয় একজন সেনাপতিকে সত্য ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করেছিলেন
-
মথি ২১:১৫, ১৬—যিশু সেইসমস্ত অল্পবয়সিদের প্রচেষ্টা দেখে খুব খুশি হয়েছিলেন, যারা তাঁর প্রতি সম্মান দেখিয়েছিল
-
সেই সন্তানদের যিহোবা কীভাবে দেখেন, যাদের বাবা-মা যিহোবার উপাসক নন?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
গণনা ১৬:২৫, ২৬, ৩২, ৩৩—কোনো কোনো পুরুষ যখন ভাববাদী মোশি এবং মহাযাজক হারোণের বিরোধিতা করেছিল, তখন যিহোবা তাদের ও সেইসঙ্গে তাদের পরিবারকে শাস্তি দিয়েছিলেন
-
গণনা ২৬:১০, ১১—যদিও বিদ্রোহী কোরহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তবে তার ছেলেরা রক্ষা পেয়েছিল, কারণ তারা যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল
-
কেন এই শেষ সময়ে অল্পবয়সিদের বন্ধুবান্ধব বাছাই করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত?
আরও দেখুন, ২তীম ৩:১-৫
খ্রিস্টান অল্পবয়সিদের কোন ধরনের বন্ধুবান্ধব বাছাই করা উচিত?
আরও দেখুন, “বন্ধুবান্ধব“