সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ২৪

কীভাবে আমাদের বিশ্বব্যাপী কাজে অর্থসংস্থান করা হয়?

কীভাবে আমাদের বিশ্বব্যাপী কাজে অর্থসংস্থান করা হয়?

নেপাল

টোগো

ব্রিটেন

আমাদের সংগঠন কোনো মূল্য না নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ বাইবেল এবং অন্যান্য প্রকাশনা ছাপিয়ে ও বিতরণ করে থাকে। আমরা কিংডম হল এবং শাখা অফিসগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করি। আমরা হাজার হাজার বেথেলকর্মী ও মিশনারিকে সমর্থন জোগাই আর বিপর্যয়গুলোর সময় আমরা ত্রাণ সামগ্রী জুগিয়ে থাকি। তাই, আপনি হয়তো ভাবতে পারেন, ‘কীভাবে এই সমস্তকিছুর জন্য অর্থসংস্থান করা হয়?’

আমরা কোনো দশমাংশ চাই না অথবা চাঁদা সংগ্রহ করি না। যদিও আমাদের সুসমাচার প্রচার কাজকে সমর্থন করার জন্য অনেক অর্থের প্রয়োজন কিন্তু তাই বলে আমরা অর্থ চাই না। এক শতাব্দীরও বেশি আগে, প্রহরীদুর্গ পত্রিকার দ্বিতীয় সংখ্যাটি উল্লেখ করেছিল, আমরা বিশ্বাস করি যে, যিহোবা আমাদের সমর্থন জুগিয়ে থাকেন আর আমরা ‘সমর্থনের জন্য কখনোই মানুষের কাছে সনির্বন্ধ অনুরোধ করব না’—আর আমাদের কখনোই তা করতে হয়নি!—মথি ১০:৮.

আমাদের কাজকর্ম স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। অনেক লোক আমাদের বাইবেলভিত্তিক শিক্ষামূলক কাজের প্রতি উপলব্ধি প্রকাশ করে ও এটার জন্য দান দিয়ে থাকে। পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য সাক্ষিরা আনন্দের সঙ্গে তাদের সময়, শক্তি, অর্থ ও অন্যান্য সম্পদ দিয়ে থাকে। (১ বংশাবলি ২৯:৯) কিংডম হলে ও সম্মেলন হলে দান বাক্সগুলো রাখা থাকে, যেখানে দান দিতে ইচ্ছুক ব্যক্তিরা হয়তো দান দিতে পারে। এ ছাড়া, আমাদের  jw.org ওয়েবসাইটের মাধ্যমেও দান দেওয়া যেতে পারে। সাধারণত, দান হিসেবে পাওয়া অর্থ তাদের কাছ থেকে আসে যারা ধনী নয় কিন্তু অনেকটা সেই দরিদ্রা বিধবার মতো, যিনি মন্দিরের ভাণ্ডারে দুটো সিকি পয়সা ফেলেছিলেন বলে যিশু তার প্রশংসা করেছিলেন। (লূক ২১:১-৪) তাই, যেকেউ “আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে” নিয়মিতভাবে দান করার জন্য ‘কিছু কিছু রাখিতে’ পারে।—১ করিন্থীয় ১৬:২; ২ করিন্থীয় ৯:৭.

আমাদের আস্থা রয়েছে যে, যিহোবার ইচ্ছা সম্পন্ন করতে রাজ্যের কাজকে সমর্থন করার জন্য যারা ‘তাহাদের ধনে তাঁহার সম্মান করিতে’ চায়, তাদের হৃদয়কে তিনি ক্রমাগত অনুপ্রাণিত করে যাবেন।—হিতোপদেশ ৩:৯.

  • কোন বিষয়টা আমাদের সংগঠনকে অন্যান্য ধর্ম থেকে আলাদা করে?

  • কীভাবে স্বেচ্ছাকৃত দানগুলো ব্যবহার করা হয়ে থাকে?