সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যে-কারণে এদন বাগানের ঘটনাটা গুরুত্বপূর্ণ

যে-কারণে এদন বাগানের ঘটনাটা গুরুত্বপূর্ণ

যে-কারণে এদন বাগানের ঘটনাটা গুরুত্বপূর্ণ

এদন উদ্যানের বিবরণ নিয়ে সন্দেহ করার পিছনে আরও একটা কারণ হল, অনেকেই মনে করে, বাইবেলের আর কোথাও এই সম্বন্ধে কিছু বলা নেই। ধর্ম বিষয়ক অধ্যয়ন বিভাগের একজন প্রফেসর পল মরিস লিখেছিলেন, “এদনের ঘটনাটা সম্বন্ধে বাইবেলের আর কোথাও সরাসরি কিছু বলা নেই।” অনেক বিশেষজ্ঞই তার এই কথার সঙ্গে একমত হয়েছেন। কিন্তু তাদের এই কথাটা ঠিক নয়।

সত্য বিষয়টা হল, বাইবেলে এমন অনেক শাস্ত্রপদ রয়েছে, যেখানে এদন বাগান, আদম, হবা ও সেই সাপ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। a আর যারা আদিপুস্তকের এদন বাগানের ঘটনাটাকে কাল্পনিক বলে মনে করেন, তাদের এই ভুল ধারণা খুবই গুরুতর। কারণ সেই বিবরণের উপর অবিশ্বাস করার মাধ্যমে তারা আসলে পুরো বাইবেলের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেন আমরা তা বলতে পারি?

আসলে, এদন বাগানে যা ঘটেছিল, তা না বুঝলে আমরা বাইবেলের অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রতিজ্ঞাগুলো বুঝতে পারব না। কেন? কারণ বাইবেল থেকে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-প্রশ্নগুলোর উত্তর জানতে পারি, সেই উত্তরগুলো এদন বাগানের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আসুন কয়েকটা উদাহরণ লক্ষ করি।

কেন আমরা বৃদ্ধ হই এবং মারা যাই? আদম ও হবা চিরকাল বেঁচে থাকতে পারতেন যদি তারা যিহোবার বাধ্য থাকতেন। ঈশ্বর বলেছিলেন যদি তারা অবাধ্য হয়, তা হলে তারা মারা যাবে। যেহেতু তারা অবাধ্য হয়েছিলেন, তাই তারা মারা গিয়েছিলেন। (আদিপুস্তক ২:১৬, ১৭; ৩:১৯) আর আমরা তাদের কাছ থেকে পাপ এবং অসিদ্ধতা উত্তরাধিকারসূত্রে পেয়েছি আর এই কারণে আমরাও মারা যাই। বাইবেল আমাদেরকে এটাই জানায়, “তাই, যেমন এক জন মানুষের মাধ্যমে পাপ এবং পাপের মাধ্যমে মৃত্যু জগতে প্রবেশ করেছে, তেমনই মৃত্যু সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, কারণ তারা সকলেই পাপ করেছে।”—রোমীয় ৫:১২.

কেন ঈশ্বর দুঃখ-কষ্ট থাকতে দিয়েছেন? এদন বাগানে শয়তান ঈশ্বর সম্বন্ধে এই মিথ্যা বলেছিল যে, তিনি মানুষকে ভালো বিষয় থেকে বঞ্চিত করেন। (আদিপুস্তক ৩:৩-৫) এভাবে সে ঈশ্বরের শাসন করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল। আদম ও হবা শয়তানের পক্ষ নিয়েছিলেন আর এভাবে তারাও যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং নিজেদের জন্য ভালো-মন্দ নিজেরাই ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু যিহোবা সবচেয়ে বিজ্ঞ, তাই তিনি জানতেন যে, শয়তানের তোলা সেই প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল, মানবজাতিকে নিজেদের উপরে কিছু সময়ের জন্য শাসন করতে দেওয়া। সেই সময় থেকে শয়তানের অধীনে মানুষ এই জগতে শাসন করছে আর ধীরে ধীরে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, ঈশ্বরকে ছাড়া মানুষ নিজেদের পরিচালনা করতে পারে না।—যিরমিয় ১০:২৩.

পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী? যিহোবা এদন বাগান তৈরি করেছিলেন আর তিনি চেয়েছিলেন যেন পুরো পৃথিবী সেই বাগানের মতো হয়। এজন্য তিনি আদম ও হবাকে বংশবৃদ্ধি করতে বলেছিলেন আর পুরো পৃথিবী সেই বাগানের মতো সুন্দর করে তোলার দায়িত্ব দিয়েছিলেন। (আদিপুস্তক ১:২৮) তাই এই পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল, পুরো পৃথিবী এক পরমদেশে পরিণত হোক, সেটা আদম ও হবার সিদ্ধ বংশধর দিয়ে পরিপূর্ণ হোক আর সেখানে তারা এক পরিবার হিসেবে মিলেমিশে থাকুক। বাইবেল থেকে আমরা যা-কিছু পড়ি, এর বেশিরভাগই পৃথিবীর জন্য যিহোবার যে-উদ্দেশ্য রয়েছে, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত।

কেন যিশু পৃথিবীতে এসেছিলেন? এদন বাগানে ঈশ্বরের অবাধ্য হয়ে আদম-হবা তাদের বংশধরদের জন্য মৃত্যু নিয়ে এসেছিলেন। কিন্তু, ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে এক আশা জুগিয়েছেন। তিনি তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদের জন্য মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দেন। (মথি ২০:২৮) যিশু আদমের মতো সিদ্ধ জীবন নিয়েই পৃথিবীতে এসেছিলেন। এজন্য বাইবেলে তাঁকে শেষ আদম বলা হয়। তবে, আদম যা করতে পারেননি যিশু তা করেছিলেন। তিনি শেষ পর্যন্ত যিহোবার প্রতি বাধ্যতা দেখিয়েছিলেন। এ ছাড়া, তিনি স্বেচ্ছায় নিজের জীবন মুক্তির মূল্য হিসেবে দিয়েছিলেন, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে পাপের ক্ষমা লাভ করি আর ভবিষ্যতে এদন বাগানের মতো পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারি। (১ করিন্থীয় ১৫:২২, ৪৫; যোহন ৩:১৬) যিশুর জীবন বলিদানের মাধ্যমেই পৃথিবীর জন্য ঈশ্বরের যে-উদ্দেশ্য রয়েছে, তা পরিপূর্ণ হওয়া সম্ভব হয়েছে আর সেটা হল, পুরো পৃথিবী যেন এদন বাগানের মতো পরমদেশে পরিণত হয়। b

পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য একেবারে স্পষ্ট। ঈশ্বর চান যেন পুরো পৃথিবী এদন বাগানের মতো সুন্দর এক পরমদেশে পরিণত হয়। তাই, এদন বাগান কোনো কাল্পনিক জায়গা নয় বরং এই পৃথিবীতে একটা বাস্তব জায়গা ছিল, যেখানে পশুপাখি ও মানুষ বাস করত। আর ঈশ্বর শীঘ্রই সেই একই পরিস্থিতি এই পৃথিবীতে আবার ফিরিয়ে আনবেন। আপনি কি সেখানে থাকতে চাইবেন না? ঈশ্বর চান যেন সমস্ত ধরনের লোক সেখানে থাকতে পারে, এমনকী তারাও যারা আগে খারাপ কাজ করেছিল।—১ তীমথিয় ২:৩, ৪.

যিশু মারা যাওয়ার আগে একজন অপরাধীর সঙ্গে কথা বলেছিলেন, যাকে তার অপরাধের জন্য উপযুক্তভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে সেই ব্যক্তি যিশুর উপর বিশ্বাস দেখিয়েছিলেন এবং সান্ত্বনা পাওয়ার জন্য যিশুর সঙ্গে কথা বলেছিলেন। যিশু এই বলে তাকে আশ্বস্ত করেছিলেন: “তুমি আমার সঙ্গে পরমদেশে থাকবে।” (লূক ২৩:৪৩) বিশ্বাসের কারণে যিশু যদি একজন অপরাধী ব্যক্তিকে পুনরুত্থিত হওয়ার এবং পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা জোগান, তা হলে তিনি নিশ্চয়ই আপনার জন্যও তা চাইবেন। আর অবশ্যই যিহোবা ঈশ্বরও তা চান। তাই, আপনি যদি ভবিষ্যতে এদন বাগানের মতো সুন্দর পরমদেশে থাকতে চান, তা হলে এখনই এদন বাগানের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর সম্বন্ধে জানার জন্য আপনার সর্বোত্তমটা করুন।

[পাদটীকাগুলো]

b যিশু খ্রিস্টের মুক্তির মূল্য সম্বন্ধে আরও জানতে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের অধ্যায় ৫ দেখুন।

[বাক্স/ছবি]

যে-ভবিষ্যৎবাণীর সঙ্গে বাইবেলের সমগ্র বার্তা সংযুক্ত

“আর আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।”—আদিপুস্তক ৩:১৫.

এটা হল বাইবেলে বলা প্রথম ভবিষ্যদ্‌বাণী আর যিহোবা ঈশ্বর এদন বাগানে এই ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। এই ভবিষ্যদ্‌বাণীতে চারটে চরিত্র সম্বন্ধে বলা হয়েছে: নারী, নারীর বংশ, সাপ, ও সাপের বংশ। এরা কারা? আর কীভাবে আমরা জানতে পারি যে, তাদের মধ্যে “শত্রুতা” রয়েছে?

সাপ

শয়তান দিয়াবল।—প্রকাশিত বাক্য ১২:৯.

নারী

স্বর্গদূতদের নিয়ে গঠিত যিহোবার সংগঠন। (গালাতীয় ৪:২৬, ২৭) যিশাইয় সেই নারী সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, সে এক ‘জাতির’ জন্ম দেবে।—যিশাইয় ৫৪:১; ৬৬:৮.

সাপের বংশ

যারা স্বেচ্ছায় শয়তানের ইচ্ছা অনুসারে কাজ করে।—যোহন ৮:৪৪.

নারীর বংশ

নারীর বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেন যিশু আর তিনি যিহোবার স্বর্গীয় সংগঠন থেকে এসেছেন। এ ছাড়া, নারীর বংশের মধ্যে যিশুর ভাইয়েরাও অন্তর্ভুক্ত, যাদেরকে স্বর্গে তাঁর সঙ্গে শাসন করার জন্য অভিষিক্ত করা হয়েছে। এই অভিষিক্ত খ্রিস্টানরা এক জাতি গঠন করে, যেটাকে “ঈশ্বরের ইজরায়েল” বলা হয়।—গালাতীয় ৩:১৬, ২৯; ৬:১৬; আদিপুস্তক ২২:১৮.

পাদমূল চূর্ণ করা

মশীহকে আঘাত করা। শয়তান মশীহকে অর্থাৎ যিশুকে হত্যা করিয়েছিল কিন্তু সেটা কোনো অপূরণীয় ক্ষতি ছিল না, কারণ যিশুকে পুনরুত্থিত করা হয়েছিল।

মস্তক চূর্ণ করা

শয়তানকে ধংস করা। যিশু শয়তানকে চিরকালের জন্য ধংস করে দেবেন। তবে তা করার আগে, এদন বাগান থেকে শুরু করে শয়তান যা যা ক্ষতি নিয়ে এসেছে এর সবই তিনি পূরণ করবেন।—১ যোহন ৩:৮; প্রকাশিত বাক্য ২০:১০.

বাইবেলের মূল বার্তা জানার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? ব্রোশারটি দেখুন।

[ছবি]

আদম ও হবা তাদের অবাধ্যতার কারণে খুবই খারাপ পরিণতি ভোগ করেছিলেন