ইব্রীয়দের প্রতি চিঠি ৫:১-১৪

  • যিশু মানব মহাযাজকদের চেয়ে শ্রেষ্ঠ (১-১০)

    • মল্কীষেদকের রীতি অনুযায়ী (,১০)

    • কষ্টভোগের মাধ্যমে বাধ্যতা শিখেছিলেন ()

    • অনন্তকালীন পরিত্রাণ নিয়ে আসার দায়িত্ব পেয়েছেন ()

  • পূর্ণবয়স্ক না হওয়ার বিরুদ্ধে সাবধানবাণী (১১-১৪)

৫  কারণ মানুষের মধ্য থেকে নেওয়া প্রত্যেক মহাযাজককে লোকদের হয়ে ঈশ্বরের কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছে, যাতে তিনি উপহার ও সেইসঙ্গে তাদের পাপের জন্য বলি উৎসর্গ করতে পারেন। ২  যারা না জেনে পাপ করে, তাদের সঙ্গে তিনি সমবেদনা সহকারে* আচরণ করতে সমর্থ, কারণ তার মধ্যেও দুর্বলতা রয়েছে ৩  আর এই কারণে তাকে নিজের পাপের জন্যও বলি উৎসর্গ করতে হয়, যেমনটা তিনি লোকদের পাপের জন্য করে থাকেন। ৪  একজন ব্যক্তি নিজে নিজে এই সমাদর লাভ করতে পারে না, বরং এই সমাদর সে তখনই লাভ করে, যখন ঈশ্বর তাকে আহ্বান করেন, যেমনটা তিনি হারোণকে করেছিলেন। ৫  তেমনই খ্রিস্টও নিজে নিজে মহাযাজক হওয়ার মাধ্যমে নিজেকে গৌরবান্বিত করেননি, বরং সেই ঈশ্বরই তাঁকে গৌরবান্বিত করেছেন, যিনি তাঁকে এই কথা বলেছেন: “তুমিই আমার পুত্র; আজ আমি তোমার পিতা হলাম।” ৬  আবার আরেকটা জায়গায় তিনি বলেছেন: “তুমি চিরকালের জন্য মল্কীষেদকের রীতি অনুযায়ী একজন যাজক।” ৭  পৃথিবীতে থাকাকালীন খ্রিস্ট প্রচণ্ড আর্তনাদ এবং চোখের জল সহকারে সেই ঈশ্বরের কাছে বিনতি ও অনুরোধ করেছিলেন, যিনি তাঁকে মৃত্যু থেকে রক্ষা করতে সমর্থ ছিলেন। আর ঈশ্বরের প্রতি যেহেতু তাঁর ভয় ছিল, তাই তাঁর প্রার্থনার উত্তর দেওয়া হয়েছিল। ৮  ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও, তিনি বিভিন্ন কষ্টভোগের মাধ্যমে বাধ্যতা শিখেছিলেন। ৯  আর এভাবে বাধ্যতার ক্ষেত্রে নিখুঁত হওয়ার পর, তিনি সেই সমস্ত ব্যক্তির জন্য অনন্তকালীন পরিত্রাণ নিয়ে আসার দায়িত্ব পেয়েছেন, যারা তাঁর প্রতি বাধ্যতা দেখায়, ১০  কারণ ঈশ্বর তাঁকে একজন মহাযাজক হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি মল্কীষেদকের রীতি অনুযায়ী যাজক হয়েছেন। ১১  তাঁর বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তা বুঝিয়ে বলা কঠিন, কারণ তোমরা শোনার ক্ষেত্রে ধীর হয়ে পড়েছ। ১২  এতদিনে যদিও তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে, ঈশ্বরের বাক্য থেকে তোমরা প্রথম যে-বিষয়গুলো শিখেছিলে, সেগুলো আবারও শেখানোর জন্য তোমাদেরই কিনা একজন শিক্ষকের প্রয়োজন আর তোমরা এমন ব্যক্তির মতো হয়ে পড়েছ, যার দুধের প্রয়োজন, শক্ত খাবার নয়। ১৩  কারণ যে-কেউ কেবল দুধ পান করে চলে, সে তো ঈশ্বরের সেই বাক্যের সঙ্গে পরিচিত নয়, যা আমাদের সঠিক কাজ করার জন্য শিক্ষা দেয়, কারণ সে শিশু। ১৪  কিন্তু, শক্ত খাবার সেই পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য, যারা তাদের চিন্তা করার ক্ষমতাকে ক্রমাগত ব্যবহার করার মাধ্যমে, সেই ক্ষমতাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য প্রশিক্ষিত করেছে।

পাদটীকাগুলো

বা “তিনি কোমলভাবে; তিনি বিনয়ের সঙ্গে।”