গীতসংহিতা ১১০:১-৭

দায়ূদের সংগীত। ১১০  যিহোবা আমার প্রভুকে বলেন: “তুমি আমার ডান দিকে বসো,যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পা রাখার পিঁড়ের মতো রাখি।”  ২  যিহোবা সিয়োন থেকে তোমার শক্তির রাজদণ্ড বাড়িয়ে ধরবেন আর বলবেন: “তুমি তোমার শত্রুদের মাঝে যাও আর তাদের উপর জয় লাভ করো।”  ৩  যে-দিন তুমি তোমার সেনাবাহিনীকে নিয়ে যুদ্ধে যাবে,*সেই দিন তোমার লোকেরা স্বেচ্ছায় এগিয়ে আসবে।তোমার সঙ্গে যুবকদের দল থাকবে,যারা পবিত্র ও সুন্দরএবং যারা ভোরের* শিশিরের মতো।  ৪  যিহোবা দিব্য করে শপথ করেছেন আর তিনি নিজের মন পরিবর্তন* করবেন না: “তুমি চিরকালের জন্য মল্কীষেদকের রীতি অনুযায়ী একজন যাজক!”  ৫  যিহোবা তোমার ডান দিকে থাকবেন,তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের পিষে দেবেন।  ৬  তিনি জাতিগুলোর বিচার করে তাদের শাস্তি দেবেন,তিনি দেশকে মৃতদেহ দিয়ে ভরিয়ে দেবেন। তিনি একটা বিশাল দেশের* নেতাকে পিষে দেবেন।  ৭  তিনি* রাস্তার ধারে বইতে থাকা জলস্রোত থেকে জল খাবেন,তাই তিনি নিজের মাথা উঁচু করবেন।

পাদটীকাগুলো

বা “যে-দিন তোমার সেনাবাহিনী প্রস্তুত হবে।”
আক্ষ., “ভোরের গর্ভের।”
বা “তিনি অনুশোচনা।”
বা “তিনি পুরো পৃথিবীর।”
১ পদে উল্লেখিত ‘আমার প্রভু’-কে নির্দেশ করছে।