গীতসংহিতা ১২:১-৮
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন শিমিনীতের* সুর অনুসারে গাওয়া হয়।
১২ হে যিহোবা, আমাকে রক্ষা করো কারণ এক জন অনুগত ব্যক্তিও আর নেই,পৃথিবী থেকে বিশ্বস্ত লোকেরা উধাও হয়ে গিয়েছে।
২ তারা একে অন্যকে মিথ্যা কথা বলে,তারা তাদের কথার মাধ্যমে অন্যদের তোষামোদ করে এবং তাদের প্রতারিত করে।
৩ যিহোবা সমস্ত তোষামোদকারীর ঠোঁট কেটে দেবেনএবং যারা অনেক গর্ব করে, তাদের জিভ টেনে ছিঁড়ে দেবেন।
৪ তারা বলে: “আমরা আমাদের কথার মাধ্যমে জিতে যাব।
আমাদের যা ইচ্ছা, আমরা মুখ দিয়ে তা-ই বলব,কে আমাদের উপর কর্তৃত্ব করতে পারে?”
৫ যিহোবা বলেন: “যারা কষ্টের মধ্যে রয়েছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে,গরিব লোকেরা দীর্ঘশ্বাস ফেলছে,তাই আমি পদক্ষেপ নেব।
যারা তাদের তুচ্ছ করে, তাদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
৬ যিহোবার বলা কথাগুলো বিশুদ্ধ,সেগুলো সেই রুপোর মতো, যেটাকে মাটির ভাটিতে* পরিশোধন করা হয়েছে,সাত বার পরিষ্কার করা হয়েছে।
৭ হে যিহোবা, তুমি গরিব-দুঃখীদের রক্ষা করবে,তুমি তাদের প্রত্যেককে এই প্রজন্মের লোকদের হাত থেকে সুরক্ষিত রাখবে।
৮ মন্দ লোকেরা কোনোরকম বাধা ছাড়াই ঘুরে বেড়ায়কারণ মানুষ মন্দ কাজকেই তুলে ধরে।