গীতসংহিতা ৬:১-১০
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন শিমিনীতের* সুর অনুসারে তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়।
৬ হে যিহোবা, তুমি রেগে গিয়ে আমাকে ধমক দিয়ো নাআর প্রচণ্ড রেগে গিয়ে আমাকে সংশোধন কোরো না।
২ হে যিহোবা, আমার প্রতি অনুগ্রহ* দেখাও কারণ আমি দুর্বল হয়ে পড়েছি।
হে যিহোবা, আমাকে সুস্থ করো কারণ আমার হাড় কাঁপছে।
৩ হ্যাঁ, আমি খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি।হে যিহোবা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি আর কতদিন কষ্ট পাব?
৪ হে যিহোবা, ফিরে এসো আর আমাকে উদ্ধার করো,তোমার অটল প্রেমের কারণে আমাকে রক্ষা করো।
৫ কারণ মৃতেরা তোমার বিষয়ে কথা বলে না।*কবরে* কে তোমার প্রশংসা করবে?
৬ দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি।সারারাত ধরে আমি আমার চোখের জলে আমার বিছানা ভেজাই,আমি কেঁদে কেঁদে আমার খাট ভাসিয়ে দিই।
৭ মনের দুঃখে আমার চোখ নিস্তেজ হয়ে পড়েছে,যারা আমাকে জ্বালাতন করে, তাদের কারণে আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
৮ মন্দ লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাওকারণ যিহোবা আমার কান্নার আওয়াজ অবশ্যই শুনবেন।
৯ যিহোবা অনুগ্রহ চেয়ে করা আমার বিনতি শুনবেন,যিহোবা আমার প্রার্থনা গ্রহণ করবেন।
১০ আমার সমস্ত শত্রু লজ্জিত এবং আতঙ্কিত হয়ে পড়বে,তাদের হঠাৎই অপমান করা হবে আর তারা পালিয়ে যাবে।
পাদটীকাগুলো
^ শব্দকোষ দেখুন।
^ বা “করুণা।”
^ বা “তোমাকে স্মরণ করে না।”
^ ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।