সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

একজন উচ্চাকাঙ্ক্ষী, দুষ্ট মহিলাকে শাস্তি দেওয়া হয়

একজন উচ্চাকাঙ্ক্ষী, দুষ্ট মহিলাকে শাস্তি দেওয়া হয়

অথলিয়া পুরো রাজবংশকে হত্যা করেছিলেন, যাতে তিনি যিহূদার উপর রাজত্ব করতে পারেন (২রাজা ১১:১; বাইবেল থেকে শিখুন ৫৩ অনু. ১, ২, ইংরেজি; “’আহাবের পুরো পরিবার বিনষ্ট হয়ে যাবে’—২রাজা ৯:৮” শিরোনামের তালিকা দেখুন)

যিহোশেবা সিংহাসনের উত্তরাধিকারী যিহোয়াশকে লুকিয়ে রেখেছিলেন (২রাজা ১১:২, ৩)

মহাযাজক যিহোয়াদা যিহোয়াশকে রাজা করেন এবং দুষ্ট অথলিয়াকে হত্যা করেন আর অথলিয়া হয়তো আহাবের পরিবারের শেষ সদস্য ছিলেন (২রাজা ১১:১২-১৬; বাইবেল থেকে শিখুন ৫৩ অনু. ৩-৪, ইংরেজি)

ধ্যানের জন্য: এই বিবরণ কীভাবে দেখায় যে, হিতোপদেশ ১১:২১ এবং উপদেশক ৮:১২, ১৩ পদের কথাগুলো সত্য?