গান ৪৭
রোজ করো প্রার্থনা
-
১. ক-রো যি-হো-বার কা-ছে প্রার্-থ-না,
এই বি-শেষ সু-যোগ তু-মি ছে-ড়ো-না।
ঠিক যে-মন ব-ন্ধু-কে সব-ই ব-লো,
নির্-ভর যি-হো-বা-কে ক-রে চ-লো।
রোজ ক-রো তাই প্রার্-থ-না।
-
২. বেঁ-চে আ-ছ ব-লে দাও ধ-ন্য-বাদ।
এই সু-ন্দ-র জী-ব-নের পে-য়ে-ছ স্বাদ।
প্র-তি-দিন য-দিও ভুল ক-রে যাও,
ত-বু-ও ক্ষ-মা তাঁর কাছ থে-কে পাও।
রোজ ক-রো তাই প্রার্-থ-না।
-
৩. বি-প-দে পড়-লে ক-রো প্রার্-থ-না।
থা-কো নি-শ্চি-ত তি-নি হাত ছাড়-বেন না।
কর-বেন সা-হা-য্য তো-মায় সব স-ময়।
সাম-লা-বেন জী-বন য-খন ক-ঠিন হয়।
রোজ ক-রো তাই প্রার্-থ-না।
(আরও দেখুন গীত. ৬৫:৫; মথি ৬:৯-১৩; ২৬:৪১; লূক ১৮:১)